বিষণ্ণতার সুর
মাহফুজা আক্তার এম.এ.কে
বিষণ্ণতা কোনো বেদনা বা
এই জাতীয় ঘটনা নয়,
বিষণ্ণতা এক রূপকথা
বিষণ্ণতাকে করতে হয় জয় ।
বিষণ্ণতার নিবাস কোনো
দুঃখজনক স্থানে নয়,
বিষণ্ণতা বেরিয়ে আসে
আনন্দময় থেকে প্রলয় ।
বিষণ্ণতার সুর সুমধুর
হৃদয় ভরে যায় এ সুরে,
সুকরুণ এই বিষণ্ণতার ছাপ
তবুও আপন অন্তরপুরে ।
২৫-০৯-২১ইং