বিষাদে আছে প্রাণ
মাহফুজা আক্তার এম.এ.কে

কণ্ঠে বিষাদের গান
বিষাদে আছে প্রাণ,
তাজা প্রাণের স্বাদ
মৃত প্রাণের স্বাদ...!

বিষাদ যার হয়েছে
প্রাণের প্রিয় খাবার,
ভুবনে অবশিষ্ট্য নেই
যে ভয় পাবে হারাবার...!

০২-০৯-২৪ইং