বিরামকাল
মাহফুজা আক্তার এম.এ.কে
গিলে খাচ্ছে মেঘ চাঁদকে
পাশের তারা দেখছে তাকে,
তার খবর কে বা আর রাখে
ছিনিয়ে নিচ্ছে পাচ্ছে যাকে ।
হঠাৎ কাক গুলো ডেকে যায়
হালকা সমীরণ একট টের পায়,
অনধিকৃত পা দিয়েছে ডুবন্ত নায়
নিশুতি অচেতন এ কেমন হায় !
ধূসরিত হচ্ছে বিরামকাল আজ
নব রূপে অমানিশা নিচ্ছে সাজ,
অন্ধকে সুন্দর করাই তার কাজ
তাইতো গগণে মেঘ করছে রাজ ।
২৪-০৮-২১ইং