বিমূর্ত মায়া
মাহফুজা আক্তার এম.এ.কে
তোমার ওই বিমূর্ত মায়াতে
আমায় কেনো জড়ালে,
কেনো আলোর গতিতে এসে
একটু না থেকেই হারালে...!
তুমি কী বুঝতে পারো না
হৃদ মাঝারের প্লাবন,
কেমন করে নিশ্চুপ থাকো
এলোমেলো করে ভুবন...!
তোমার মায়ায় ডুবে গেছি
অতল মোহনার রাজ্যে,
বিনম্র নিবেদন তোমাতে
এসে যাও আমার রাজ্যে...!
১৯-০৫-২৪ইং