বিমর্ষ রজনী
মাহফুজা আক্তার এম.এ.কে
তুমি কত সহজেই
দূরত্ব চাইলে!
আমি প্রস্তুত ছিলাম না
তবুও দূরত্ব চাইলে!
তোমার দূরত্ব চাওয়াতে
আমি ভেঙ্গে আহত হলাম,
আমার দম বন্ধ হয়ে গেলো
তবুও তোমার অজানায় রাখলাম!
তুমি কত সহজেই
গহীন আড়ালে হারালে,
আমি পর্যবেক্ষণ করলাম
থেকে তোমার অন্তরালে!
তুমি বুজতেই পারলে না
কত বিমর্ষ রজনী কাটলো,
তোমার নেশায় উন্মাদ হয়ে
অথচ উল্লাসে তোমার দিবা কাটলো!
১৬/১১/২৪ইং