বিমোহ টান
মাহফুজা আক্তার এম.এ.কে

সেই খামটি ছেড়ে এসেছি
সুপরিচিত জায়গাটায়,
কবে থেকেই মুখ দেখিনি
ধূলো জমানো আয়নাটায়  ।

দরজা খুলে আজ ডেকেছে
পুরোনো সেই ধর্মঘট,
জীর্ণ হয়ে শীর্ণ রূপে
ভরাট হবে হৃদয়পট  ।

ওঠো আবার ভাঙ্গো ঘুম
চেনা পথের গ্লানি মুছে,
ডুবসাঁতারু  খুলবে দোর
তমসা সব যাবেই ঘুছে  ।

গর্জে ওঠা কণ্ঠে বলো
এবার যাবো সেই শহরে,
মুঠোভরতি স্বপ্ন গুলো
ছুড়ে ফেলবে ওই নগরে  ।

নগরী জুড়ে শত মানুষ
তাকিয়ে আছে পতাকা পানে,
শত ফুলের শত পাপড়ি
বিছিয়ে দিবে বিমোহ টানে  ।

01-09-20
(মাত্রাবৃত্ত 5+5+5+5)