বিমোহিত বিষাদ
মাহফুজা আক্তার এম.এ.কে

বিষাদের আবরোণে
কেঁটে গেলো সারারাত,
ভোর হলো আঁখি খোলো
আবার বিষাদে রাখো হাত ।

বিষাদ হয়েছে চলার সাথী
বিষাদ ছাড়া কিছু নাহি বুঝি,
পদক্ষেপের প্রতি পদে পদে
বিমোহিত বিষাদকেই খুঁজি ।

১০-১০-২১ইং