বিজয়
মাহফুজা আক্তার এম.এ.কে

বছর ঘুলে এলো বিজয়
শত স্মৃতির এলো বিজয়,
শত তাজা প্রাণের বিনিময়ে
আমরা পেয়েছি এই বিজয়!

হিয়ার অলিন্দের বিনম্র শ্রদ্ধা
চলো ঢেলে দেই শহীদের প্রতি,
জয়গানের উৎসব মুখরে
সিক্ত অভিবাদন তাদের প্রতি!

১৬/১২/২৪ইং