বিদ্রোহী রূপ
মাহফুজা আক্তার এম.এ.কে

তোমার জন্য রাখা সময়গুলো
শুধু জমা হয়ে থাকতেছে,
জমতে জমতে সেই সময় গুলো
শীতল বরফে পরিণত হইতেছে...!

শত ব্যস্ততার মাঝেও তুমি থাকো
আমার ভাবনার নির্দিষ্ট কোণে,
অবশ্য এই রেখে দেখা সময় স্তুপ
ভয়াল রূপ নেয় প্রতি ক্ষণে ক্ষণে...!

তুমি জানতেই পারবে না কভুও
তোমার জন্য রাখা সময় স্তুপ,
অন্য কিছুতে পূরণ করতে পারিনা
তাই গহীনে জাগায় বিদ্রোহী রূপ ...!

২৬-০৬-২৬ইং