বিদগ্ধ হিয়ার আকুলতা
মাহফুজা আক্তার এম.এ.কে

মুগ্ধতা হারিয়ে গেলে
কাছে আর আসবো না,
নয়নের সন্নিকটে থাকলেও
ওই নয়নে নয়ন রাখবো না!

কথার সুরের মূর্ছনা
গিটারের সুরে তুলবো না,
বিদগ্ধ হিয়ার আকুলতায়
আর কভু ফিরে আসবো না!

২৩/০১/২৫ইং