বিধাতার সৃষ্টি
মাহফুজা আক্তার এম.এ.কে
যদি তুমি আমার
বাহুতে না আসো
ঘুমাতে পারি না,
বিধাতা আমার জন্য
তোমায় সৃষ্টি করেছে
এই ছাড়া কিছু বুঝি না...!
ফুটন্ত ফুলের অনুরাগে
শুধু তুমি আমার বাগে
তোমাতে তৃষ্ণার্ত হয়ে,
কলতানের নদীর ধারে
অধীর হই জ্যোৎস্নাময়ে
তুমি এসো উপহার হয়ে...!
৩০-০৯-২৪ইং