বিদেহী আত্মা
মাহফুজা আক্তার এম.এ.কে
এই ব্যস্ত শহরে,
ভরা ক্লান্ত দুপুরে,
অচেনার মুখোশ পরে,
বিদেহী আত্মা চরে...
নাম তার অজানা,
জানতে বড়ই মানা,
জানলে করবে হানা,
ব্যাকুলতা দেয় যে টানা...
অবুঝ সন্ধানের কথা,
জোড়া ফুলে গাথা,
আড়াল হোক যথাতথা,
অমৃত মিশ্রিত রুপকথা...
29-04-2020