সমুদ্রের তীরে
মাহফুজা আক্তার এম.এ.কে

আমি যেতে চাই না
এই সমুদের তীর থেকে,
ওই নাগরিক জীবন
ক্লান্ত করছে আমাকে !

এই সমুদ্রের শীকর
হিয়ায় গেঁথেছে মায়া,
ওই ইট পাথরের নগর
ছুঁড়ে দেয় প্রলয়ে ছায়া!

এই সমুদ্রের শীতল বায়ু
প্রশান্তির চাদরে সাজানো,
তাইতো অথৈই ভাবনারা
গিটারে হলো বাজানো !


২৭-০১-২৪ইং