গীতি
মাহফুজা আক্তার এম.এ.কে

এভাবেই সে মরণ কোলে
ঢলে পড়বে জানা ছিল না,
কত কমল সতেজ হিয়া
কেউ জানেনি তার অজানা ।

আলতো করে মরণ কোলে
শয়িত হয়ে বিদায় দিলো,
স্বর্গ মাঝে দু'পা এগিয়ে
জগৎ থেকে মুক্তি নিলো ।

পিতামাতার প্রথম ধন
অকালে গেলো ঝরে পড়িয়া,
এই করুণ অমানিশার
ভেলা সুদূরে গেলো হারিয়া ।

আহাজারির সাজনে আজ
চার পায়ের পালকী চরে,
চিরো ঘুমের নবীন দোরে
পৌঁছে দিলো নরম ঘরে ।

বিদায় বেলা সবই শেষ
পড়ে থাকলো রূপের স্মৃতি,
হয়তো কোনো এক দিবসে
বেঁজে উঠবে এই না গীতি  ।

২১/১১/২০ইং
(মাত্রাবৃত্ত ৫+৫+৫+৫)