ব্যাকুলতায় বাড়ছে মায়া
মাহফুজা আক্তার এম.এ.কে

কোথায় যেনো মিশে গেছি
কোন সেই অদৃশ্য মায়ায়,
পারছিনা বেরিয়ে আসতে
বন্দি আছি খুঁজছি উপায় ।

বিবর্ণ গোধূলি বিদূষণ বায়ু
পলকে এখন ঝাপসা ছায়া,
পথ ভ্রষ্ট কিনার গন্তব্যহীন
ব্যাকুলতায় বাড়ছে মায়া ।

কী যে গর্জন তুলছে গহীনে
ছন্নছাড়া দুরন্ত আকুলতা,
দিশেহারা নিয়ম বিরুদ্ধ
শোনে না বারণ সুপ্ত কথা ।

২৪-১২-২১ইং