ব্যাকুলতা
মাহফুজা আক্তার এম.এ.কে
ব্যাকুলতা জেগে রাখতে
নয়নের নিধিতে থাকলেও,
কভু তাকাতে নেই!
ব্যাকুলতা জেগে রাখতে
বড্ড মায়া বাড়িয়ে,
কভুও মায়া কাটাতে নেই!
ব্যাকুলতা জেগে রাখতে
কথার তৃষ্ণায় কাতর হলেও,
কভু যোগযোগ করতে নেই!
ব্যাকুলতা জেগে রাখতে
খুব কাছে থেকেও,
কভু পরশ দিতে নেই!
১৭/০২/২৫ইং