বাকরূদ্ধতা উপহার পেলো
মাহফুজা আক্তার এম.এ.কে

আজ হঠাৎ করেই তোমার নাম
মনে করতে পারছিলাম না,
তবে কী সত্যি ভুলে যাচ্ছি
আর কী তোমায় ডাকা হবে না...!

আজ হঠাৎ করেই তোমাকে
খুব বেশি লাগলো অচেনা,
তবে কী সত্যি ভুলে যাচ্ছি
আর কভু কী চেনা হবে না...!

আজ হঠাৎ করেই কথারা
করুণ সুর তুলতে ভুলে গেলো,
তবে কী কথা ছন্দ হারালো
নাকি বাকরূদ্ধতা উপহার পেলো...!

৩০-০৫-২৪ইং