একুশের রাজ পথ
মাহফুজা আক্তার এম.এ.কে  

একুশ মানে
রক্তে ভেজা
রাজ পথ,
একুশ মানে
বীর বাঙ্গালির
অরুণ মত ।

একুশ মানে
রক্তের স্রোতে
ভেসে যাওয়া,
একুশ মানে
প্রাণের বিনিময়ে
বুলি পাওয়া  ।

একুশ মানে
তাজা প্রাণের
আত্ম বলিদান,
একুশ মানে
স্বজনের প্রিয়মুখ
হারানোর অভিমান  ।

২৩-০২-২১ইং