অভিমানী মেঘ
মাহফুজা আক্তার এম.এ.কে

অভিমানী মেঘ জানে
কত জল তার বুকে,
শত বিষাদ সয়ে তবুও
চাপা হাসি রাখে মুখে!

জগৎ জানে না কিছুই
কত সন্ধ্যা নামে রোজ,
কুহক ভুবনে নেই কেহ
নিবে তার একটু খোঁজ!

০৩/১২/২৪ইং