কাক রাজ্যে সমাবেশ
মাহফুজা আক্তার এম.এ.কে

আজ কাক রাজ্যে সমাবেশ
তাই জরুরী ঘোষণা দিলো,
যতই ব্যস্ততা থাক না কেনো
এই নিমন্ত্রণ গ্রহণ করে নিলো!

সমাবেশের শুরুতে অভ্যর্থনা
অত:পর মূল বৈঠকের সূচনা,
বিনম্র আকুল আবেদন গুলো
নিখুঁতভাবে হলো আলোচনা!

সকল আরজি আবেদনের পর
মত বিনিময় অনুষ্ঠিত হলো,
এই সভায় সেই রূপক অনুরাগ
নব চেতনায় আবার ফিরে এলো!

২৮-০২-২৫ইং