রূপকার
মাহফুজা আক্তার এম.এ.কে
জানালা দরজা সবই রয়েছে বন্ধ,
ত্রিভুবনে এখন বিরাজমান সকলে স্তব্ধ,
বেলীফুল ফুটেছে কিনা তাতো মৌনতায়,
হাজার গোলাপ নিরপেক্ষ গন্ধ ছড়ায়...
দৃষ্টি এখন আগমনী বায়ুময়ের বিপক্ষীয়,
ক্ষমতার সুঘ্রাণ বইছে স্বপ্নঘোরে মহীয়,
অগ্নি মশাল নিভে যায় অবেলায়,
বিজয় অভিযান মানবেনা বাধা মমতায়...
চোক্ষু অবনত করতেই সুবিশাল অধিপতি,
সৃজিত মহৎ বহুরূপের সেইতো নৃপতি,
ভিজিয়ে দিবে তান্ডব মহা প্রণয়নে,
নিদ্রা বিলাসী হয়েছে ধরাধাম সন্ধিক্ষণে...
29-03-20