আমি ভাঙ্গা গ্লাসের টুকরো
মাহফুজা আক্তার এম.এ.কে

আমি ভাঙ্গা গ্লাসের টুকরো
তুমি নব গঠিত তাজমহল,
তোমার চার দেয়ালের মিনার
আমায় করতে দিও দখল...!

আমি পাহারা দিব তোমার রাজ্য
ভোরের বৃষ্টিস্নাত পথিক হয়ে,
তোমার কৃত্রিম ঝর্ণার ফোঁয়ারায়
আমি অতৃপ্তি মিটাবো তৃষ্ণা লুকিয়ে ....!

৩১-০৫-২৪ইং