আমি উপেক্ষা করলাম
মাহফুজা আক্তার এম.এ.কে

আমি উপেক্ষা করলাম
তোমার প্রণয়ে ভরা তরী,
যে তরী প্রণয়ের দগ্ধতায়
সারাক্ষণ অঙ্গার হয়ে থাকে...!

আমি উপেক্ষা করলাম
তোমার কেঁপে উঠা অধর,
যে অধরে বাক থেমে গেছে
অতৃপ্ত প্রহর গুণতে গুণতে...!

আমি উপেক্ষা করলাম
তোমার বাড়িয়ে দেওয়া হাত,
যে হাত আমার পরশ পেলে
এই ধরণীর বুকে ধন্য হবে...!

আমি উপেক্ষা করলাম
তোমার নিদ্রাবিহীন নিশি,
যে নিশিতে আমি গেলে
চন্দ্র শতগুণ জ্যোৎস্না দিতো...!

আমি উপেক্ষা করলাম
তোমার ভোরের ট্রেনের প্রতিক্ষা,
তোমার সারা রাতের অস্থিরতা
বিলিন হতো আমাতে আসলে...!

আমি উপেক্ষা করলাম
তোমার নেশাতুর আঁখিযুগল,
যে আঁখি দিবানিশি অবিরত
আমায় খুঁজে যাচ্ছে হন্য হয়ে...!

আমি উপেক্ষা করলাম
তোমার বেগতিক হৃদস্পন্দন,
যে স্পন্দন প্রায় থেমে যাবে
আমার স্নিগ্ধ সাড়া না পেলে...!

২৫-০৫-২৪ইং