আমায় ভেঙ্গেচুরে দাও
মাহফুজা আক্তার এম.এ.কে
তুমি আর এক বার এসে
আমায় ভেঙ্গেচুরে দাও,
তুমি না হয় আর এক বার
শক্ত মাটিতে রূপান্তর দাও...!
তোমার জন্য এ পাঁজরে
হিম পাথর জমতে দাও ,
অভিমানের জমাট বরফে
আমায় স্তুপ গড়তে দাও...!
তুমি আর এক বার এসে
আমার দীর্ঘশ্বাস স্পর্শ করো,
তুমি না হয় আর এক বার
চলন্ত সেই পথে জড়িয়ে ধরো...!
তবুও তুমি এসো, এসো একবার
তোমায় নিয়ে সাধনার রাজ্য গড়ি,
তুমি এলে হয়তো এই উন্মাদ নাবিক
গিটারে নব সুর তুলে ভিড়াইতো তরী...!
১১-০৬-২৪ইং