আমার তৃষ্ণার জলে
মাহফুজা আক্তার এম.এ.কে

এই প্রতিক্ষার পদ্মজলে
তুমি কবুতর হয়ে এলে,
আমার তৃষ্ণার জলে
তুমি তৃষ্ণা মিটালে...!

এই শুভ্রনীল গগণের নিচে
তোমার পরশ যাই খুঁজে,
নেমে আসা আঁধার রাতে
তোমাতে রবো চোখ বুজে...!

এই নিকষ কালো রজনীতে
তুমি চাঁদ হয়ে আলো দিও,
আমার তৃষ্ণালু আঁখি যুগলে
তোমার আবাস গড়ে নিও...!

এই বাসনায় গড়া মঞ্জিলে
তুমি ধ্রুপদী শিহরণ জাগিয়ে,
যেও না কভু মহাকাশ পানে
আমায় প্রান্ত পথে জড়িয়ে...!

আমি নিভু প্রদীপের রূপকথা
তুমি কল্প বিলাসের সুর তুলে,
যেও না তুমি মাহাদেশ রথে
নাবিকের মতো আমায় ভুলে...!


১৬-০৮-২৪ইং