আমার ছদ্মবেশে ভালবাসা
মাহফুজা আক্তার এম.এ.কে
তুমি কী বুঝতে পারো না
আমার ছদ্মবেশে ভালবাসা?
যা আমাকে শিকার করে
প্রভাত থেকে সন্ধ্যা পর্যন্ত!
তুমি কী সত্যি অজানা
আমার প্রগাঢ় ভালবাসায়?
যা আমার নিউরণে নাড়া দেয়
গ্রীষ্ম থেকে শীত পর্যন্ত!
শোনো! দোহাই তোমার
আর একবার কিঞ্চিত চেষ্টা করো,
যদি তুমি চেষ্টা করো তুমি পারবে
দখল করতে আমার প্রবণতা ।
১০-০৮-২৪ইং