আমার বুক পকেটে থাকো
মাহফুজা আক্তার এম.এ.কে

তোমার খুব কাছে গিয়ে
বলতে ভীষণ ইচ্ছা করছে,
আমার ভাল্লাগছে না
একটু হাতটা ধরে রাখো...!

তোমার অধরে মিশে গিয়ে
বলতে ভীষণ ইচ্ছে করছে,
তুমি আর কোথাও যাবে না
আমার বুক পকেটে থাকো...!

২০-০৫-২৪ইং