আলপনা
মাহফুজা আক্তার এম.এ.কে

তুমি বরং স্থির থেকো
আমি রাখাল হয়ে
এক পাল মেষ নিয়ে
বিশ্বটাকে ঘুরে দেখি,
আমার ভ্রমণের পথে
আর কাউকে নিবোনা
আমার সঙ্গী হিসেবে
তুমি ভেবোনা ইহা মেকি ।

তুমি আমার প্রতিক্ষায় থেকো
আমি আসবো ঠিকই ফিরে,
আবার নতুন করে আমরা
পদার্পণ করবো যমুনার তীরে ।
সূর্যের থেকে ধার করে নেয়া
চাঁদের জ্যোৎস্না গায়ে মাখবো
আর কাল্পনিক স্বর্গ রাজ্যে
হারিয়ে গিয়ে আলপনা আঁকবো ।
০২-০৯-২১ইং