আকুলে ভরা দুরত্ব
মাহফুজা আক্তার এম.এ.কে

তুমি আমার বাহুর খুবই কাছে
অথচ তোমায় ছূঁইতে পারছি না
তোমায় জড়িয়ে ধরতে পারছি না
তোমায় আদর করতে পারছি না
এর চেয়ে বড় দুরত্ব কি হতে পারে
বলো এ যেনো আলোকবর্ষ দুরত্ব...!

তোমার জন্য লক্ষ কোটি প্রহর
অপেক্ষার পর আজ তুমি পাশে
তবুও পারছি না সুধা বিলাতে
এর চেয়ে বড় দুরত্ব কি হতে পারে
এ যেনো আসমান থেকে জমিনকে
কাছে পাওয়ার আকুলে ভরা দুরত্ব...!

১২-০৬-২৪ইং