একটু কথার সুরে
মাহফুজা আক্তার এম.এ.কে
এই যে মানুষ শুনুন
একটু কথা তো বলুন,
কথা যে বলবেন না
এইটুকু না হয় বলুন !
প্রশান্ত মহাসাগরের মতো
প্লাবন হচ্ছে আমার হিয়ায়,
আপনার একটু কথা শুনতে
ব্যগ্রতা বাড়ছে অবলীলায় !
তবুও কী বুঝতে পারছেন না
জেনেও কী ভাবে নিরব থাকেন,
এই প্রাণ আয়ু জ্যান্ত রাখতে
একটু কথার সুরে কাছে ডাকেন!
১৮/০১/২৫ইং