একটি নক্ষত্র
মাহফুজা আক্তার এম.এ.কে

মাঝ রাতে হঠাৎ ঘুম ভাঙ্গলো
কানে হেডফোন আর প্রিয় সুর,
তোমার কথারা ঝড় তুললো
ভীষণ দগ্ধ করে আছো বহুদুর...!

আকাশে পূর্ণিমার চাঁদটাও নেই
একটি নক্ষত্র সেই তো অধরা,
তোমার স্মৃতির উত্তল ঢেউয়ে
নিরালায় হয়ে যাই আধমরা...!

১১-০৫-২৪ইং