একশত যুগ পরে
মাহফুজা আক্তার এম.এ.কে
অন্তত একশত যুগ পরে
কোনো এক অমানিশায়,
তোমার সাথে এক প্রহরে
সাক্ষাৎ হোক পাগলপারায়!
তুমি চরম উদ্বিগ্নতায় রবে
আমি আসবো বলে তোমাতে,
কিন্তু প্রহর যাপন শেষে জানবে
আমি চির অচেনা ধূসর সীমানাতে!
হয়তো সেদিন বিষাদ উঁকি দিবে
তোমার অজান্তে তোমার মনে,
অথচ একদা তুমি এই চাইছিলে
আর কখনো সাক্ষাৎ হোক আনমনে!
১৬/১০/২৪ইং