একনিষ্ট স্বর্গ
মাহফুজা আক্তার এম.এ.কে

দু'চোখ বন্ধ করে
যে স্বর্গ খুঁজে পাই,
সেখানে নেই নির্জনতা
নেই কোনো অপূর্ণতা!

এ এক অন্য জগৎ
যেনো মেঘের পরশ,
যেমন পাহাড়ের চূড়ায়
মৃদু ছন্দে  শিহরণ জাগায় !

এ আমার একনিষ্ট স্বর্গ
রাত নামলে ভোর নামে না,
অর্ক জাগলে গোধূলি নিখোঁজ
তবুও এই স্বর্গে বসত হয় রোজ!

১৫/১২/২৪ইং