একলা যাপন
মাহফুজা আক্তার এম.এ.কে

কথা না বলে দেখা না করেও
কাউকে ভীষণ ভালবাসা যায়,
যে ভালবাসায় থাকবে না কভু
যোগাযোগহীনতার অভিযোগ ...!

সেথায় থাকবে নির্লিপ্ততা আর
একলা যাপনের বিশাল প্রাসাদ,
আর অন্তর্যামী কখনোই হবে না
না পাওয়ার আক্ষেপে বরবাদ...!

২২-০৫-২৪ইং