আঁখির তৃষ্ণালু ঢল
মাহফুজা আক্তার এম.এ.কে

পাহাড়ের গায়ে বইছে পবন
হর্ষ জোয়ারে দুলছে শ্যামল,
মেঘের রাজ্য কাছেই টানছে
এযেনো আঁখির তৃষ্ণালু ঢল !

হৃদয় মেতেছে অপরূপ মোহে
প্রগাঢ় সাধনে নব উচ্ছ্বাস,
এমন মুখর প্লাবনের তটে
অমর ছোঁয়ায় মিশে যাক শ্বাস !

(মাত্রাবৃত্ত ৬৬৬৬ )
১৪-০৯-২২ইং