একদিন পাহাড়ে
মাহফুজা আক্তার এম.এ.কে

একদিন পাহাড়ে
আমার বসত হবে,
সকাল সন্ধ্যাবেলা
মেঘ মুখরিত হবে!

একদিন সেই পাহাড়ে
তোমাতে কলরব হবে,
প্রকৃতি বিমোহিত হবে
তবু তোমার অজানা রবে!

২৪/১২/২৪ইং