একাকীত্ব
মাহফুজা আক্তার এম.এ.কে

যদি তুমি একাকীত্বকে
বিজয় করতে পারো,
আর সইতে হবে না
যাতনা অন্য কারো!

ওই নীল আকাশ
চাঁদ সূর্য সেও একা,
তোমার একাকীত্ব যেনো
ওদের মত যায় দেখা !

২৬-০৬-২২ইং