একা সমুদ্রের সঙ্গ
মাহফুজা আক্তার এম.এ.কে
একা সমুদ্র একা তরঙ্গ
একা সূর্য একা আমি ,
সবি মিলে মিশে গিয়ে
হলো পরবাসী অন্তর্যামী !
একা সমুদ্রে ঊর্মির মুখর
পাথরে ছূঁয়ে অস্তরাগ হয়ে,
উদাসীন মন চাইছে বসত
অনন্তে সমুদ্রের সঙ্গ লয়ে!
১৫-০৯-২২ইং
স্থান: পতেঙ্গা সমুদ্র সৈকত !
সময়: গোধূলির ৫:৫০ মিনিটে !