এক মুঠো রোদ
মাহফুজা আক্তার এম.এ.কে

আমি চাই না
তোমায় ছেড়ে যেতে,
তুমি বরং নিজেই
আমাকে যাও ছেড়ে!

এতো অস্বস্তি নিয়ে
ঝড়ের পবনে থেকো না,
এক মুঠো রোদ খুঁজে
তুমি বরং চলে যাও!

০৭/০১/২৫ইং