এক যুগ পরে
মাহফুজা আক্তার এম.এ.কে

তোমার সাথে আর কভুও
আমার দেখা যেনো না হয়,
তোমার সাথে আর কখনো
আমার কথা যেনো না হয়...!

যদি এক যুগ পরে দেখা হয়
তাহলে তুমি পাশ কেটে যেও,
পিছনে ফিরে না তাকিয়ে
তোমার গন্তব্যে চলে যেও...!

ভুল করেও ডাক দিও না
ঝড় বাদল উঠতে দিও না,
হিয়ার অবগাহনের খোঁজ
আমায় কভুও জানিও না...!

১১-০৫-২৪ইং