এক কাপ উষ্ণতায়
মাহফুজা আক্তার এম.এ.কে
এই যে এতো ব্যাকুলতা
আর এই প্রগাঢ় আকুলতা,
অনন্ত দিন তো থাকবে না
একদিন তো চিহ্ন ও রবে না !
ঘূর্ণায়মান ঘড়ির কাঁটার মতো
মুছে যাবে চোরাবালির ক্ষত,
তাহলে এই বিরল দুরত্ব কেনো
ঠিক ধূসরতার পাহাড় যেনো !
তাই অযথা কালক্ষেপণ না করে
এসো চন্দ্রিমার বেগে বাহুডোরে,
আর চোখে জমা কথার ইশারায়
প্রহর কাটাই এক কাপ উষ্ণতায় !
০১-০১-২৪ইং