আজ ও তোমায় লিখি
মাহফুজা আক্তার এম.এ.কে

কত যুগ কেটে গেলো
আজ ও পত্র লিখি,
ওই গগনের খাতায়
আজ ও তোমায় লিখি...!

কত যুগ কেটে গেলো
আজ ও জবাব পাইনি,
নক্ষত্রের ওই ঠিকানায়
এভাবে রবে তা চাইনি...!

আজ ও মনের খেয়ালে
শুধুই তোমারি বিচরণ,
কী করে বলি সারাবেলা
নির্বাকে  আহত হই ভীষণ...!

০১-০৯-২৪ইং