আজ জাগিয়াছে ক্ষুধা
মাহফুজা আক্তার এম.এ.কে

যে হাতে পিয়ালে সুধার সিন্ধু
সে হাতে গরল দিলে,
কেমন করিয়া সতেজ প্রাণটা
তুমিই কাঁড়িয়া নিলে !

ভাবিনি ভুবনে এমন হইবে
মহা প্রলয়ের মত,
অমৃতের নামে যত্ন করিয়া
হৃদয় করিবে ক্ষত !

তব হাতে আছে বিষের বাঁশরী
অবরোধে আছে সুধা,
ওই গরলের টানে নিরালায়
আজ জাগিয়াছে ক্ষুধা !

(মাত্রাবৃত্ত ৬+৬+৬+২)
৩১-১০-২২ইং