এই প্রযুক্তির যুগে
মাহফুজা আক্তার এম.এ.কে
এই প্রযুক্তির যুগে তুমি বরং
আমাকে একটি পত্র দিও,
আকাশকে নীল খাম বানিয়ে
আমার নিকট পাঠিয়ে দিও...!
এই প্রযুক্তির যুগে তুমি বরং
যোগাযোগহীন সুরে রাখিও,
নিকষ কালো পূর্ণিমা নিশিতে
নক্ষত্রের মাঝে আমাকে খুঁজিও...!
এই প্রযুক্তির যুগে তুমি বরং
নৈসর্গিক শোভায় মুগ্ধ থাকিও,
যখন অনুভবের স্পন্দন বাড়বে
আমাকে প্রকৃতির স্বরূপ ভাবিও...!
এই প্রযুক্তির যুগে আমি বরং
নাগরিক জীবন ছেড়ে সমুদ্রে রবো,
সেথায় নুড়ি পাথরে ঘর বানিয়ে
সন্ন্যাসী হয়ে তোমার ধ্যানে মগ্ন হবো ...!
এই প্রযুক্তির যুগে আমি বরং
সবুজ পল্লব হয়ে ছায়া দিবো,
তুমি ক্লান্ত পথচারী হয়ে ফিরলে
আমি শীতল পবনে জড়িয়ে নিবো...!
এই প্রযুক্তির যুগে আমি বরং
অর্ধচন্দ্র হয়ে মর্তধামে আলো দিবো,
তুমি কভু নিদ্রাহীন রজনী কাটালে
আমি নিশাচর হয়ে কাছে টেনে নিবো...!
০৮-০৯-২৪ইং