আগমনী ধ্বনি
মাহফুজা আক্তার এম.এ.কে
অযুত বছর পরে
তুমি আসবে আজ
তাই পুষ্পের বিছানা
সাজিয়েছি তাজ ।
ঊষালগ্নে আলতো করে
শিশির জমিয়ে,
নিসর্গরা ছন্দে ডাকছে
বাহানা সরিয়ে ।
হেমন্ত কাল পড়েছে
শীতের আভাসে,
তাই আগমনী ধ্বনি
মাতিছে বাতাসে।
(অক্ষরবৃত্ত ৮+৬)
২৪-১০-২১ইং