আধো সুর
মাহফুজা আক্তার এম.এ.কে

আধো সুরে ভরা ঘোরে
মৃদু বায়ু ডাকছে,
প্যারাসুটে ভোলা মনে
কুণ্ঠ আকাশ আঁকছে ।

চৌরাস্তাতে কাপলেট খানা
যত্নহীনে ঝুলছে,
দ্বিপদী ঢেউ সীমা প্রান্তে
অভিসন্ধি খুঁজছে ।

আহা! সন্ধ্যা নিস্তেজ বর্ণে
আমোদ দূরে ফেলছে,
রাত জোনাকি লঘু পদে
চেতন ডানা মেলছে ।

২১-০১-২১ইং
(স্বরবৃত্ত ৪+৪+৪+২)