আঁধার রাত মায়াবী প্রহর
মাহফুজা আক্তার এম.এ.কে

আঁধার রাত মায়াবী প্রহর
যদি তুমি কাছে থাকতে,
চাঁদ উঠতো সাদরে জেগে
তোমায় আমাতে দেখতে...!

নক্ষত্ররা লজ্জা পেতো
যখন তুমি হাত বাড়াতে,
আমার উষ্ণ বাহুডোরে
জনম জনম থাকতে...!

জোনাকির আলো জ্বেলে
যখন তোমায় দেখতাম,
তখন স্বর্গীয় সুধার স্তুপ
মনে হয় তোমাতে পেতাম...!

তুমি সুধায় বিমোহিত হয়ে
নব বাসনায় হতে দিশেহারা,
আমি তীর্যক মায়ার রশ্নিতে
ছায়াপথে হতাম পাগলপারা...!

০৩-০৯-২৪ইং