বাস্তবিক প্লেট
মাহফুজা আক্তার এম.এ.কে

প্রচন্ড ক্ষুধার্ত এখন
বাস্তবিক প্লেটে
মুখ দিতে হবে ।

রুচির অরুচির বিচার
সমুদয় বাদ দিয়ে
ভক্ষণ করতে হবে ।

নাক ছিটকিনি
ঠাঁই পাবে না
তবুও গ্রাস করতে হবে ।

অনিহা থাকবে
সেটা অস্বাভাবিক নয়
তথাপি সে খাদ্য খেতে হবে  ।

০৮-১২-২১ইং