নিবেদন গ্রহণ করো
মাহফুজা আক্তার এম.এ.কে
পথের ধারে অযত্নে গড়ে ওঠা
ওহে প্রকৃতির নিরব সৌন্দর্য্য,
আজ না হয় তোমায় যত্ন করি
ছূঁয়ে দেখি তোমার সৌন্দর্য্য!
চলন্ত রথে থমকে গিয়ে অপলকে
মুগ্ধ হয়ে দগ্ধ হলাম মায়ার পরশে!
তুমি আমার নিবেদন গ্রহণ করো
ধন্য করো তোমার রূপের পরশে!
১৫-০৩-২৫ইং