কিছুক্ষণ শোকসভা
মাহফুজা আক্তার এম.এ.কে
সেইদিন আমাকে বিদায় জানাতে
অনেক মানুষের সমাগম হবে,
সেইদিন আমার নাম বিলিন হয়ে
লাশ নামক উপমায় রঞ্জিত রবে !
আমার প্রিয়জনেরা অশ্রুসিক্ত হবে
চারিদিকে আহাজারির ঢেউ উঠবে,
আবার কারো কারো কিছুই মনে হবে না
কিছুক্ষণ শোকসভার মতোই স্তব্ধ রবে!
অল্পক্ষণের মধ্যেই কা'ফনে সাজিয়ে
আমার জানাযার আয়োজন হবে,
আমার ব্যবহৃত সব বেনামী হবে
নতুবা অন্যরা অচিরেই ব্যবহার করবে !
আমার সঙ্গে আমল ও সদকাহ্ ছাড়া
অন্য কোনো কিছুর বিন্দু যাবে না,
আমার এ সুন্দর বিদায়ী যাত্রার পর
কিঞ্চিত স্মৃতি ছাড়া কিছুই রবে না !
কেউ আমায় আর মনেও রাখবে না
সবাই মিছে ভুবনের ব্যস্ততায় রবে,
কবরে আমার হিসাব নিকাশ শুরু হবে
চিরস্থায়ী ঠিকানার বাসিন্দা হতে হবে !
০১-০৩-২২ইং